রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হ ত্যা করেছে: জিকে গউছ চুরি করতে গিয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আটক আজমিরীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাহুবলে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অবৈধ দাবি করে ঝাড়ু মিছিল আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৯ যুবক-যুবতি আটক নাঈম-শান্তদের জন্য জাতীয় দলের দরজা খোলা: প্রধান নির্বাচক চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

যদি ক্যাম্পিং করতে চান

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে অ্যাডভেঞ্চারপ্রেমীদের প্রথম পছন্দ ক্যাম্পিং। কোনো লেকের ধারে বা পাহাড়ি উপত্যকায় হাজারো তারার মাঝে নির্জন কোনো জায়গায় তাঁবু করে থাকলে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। সেই স্বাদ পেতে হলে আপনার থাকতে হবে ভ্রমণপিয়াসু মন আর জানতে হবে ক্যাম্পিং করতে কি কি জিনিসপত্রের দরকার হয়।

এবার জানা যাক ক্যাম্পিং করতে যে সব জিনিস না নিলেই নয়।

তাঁবু: ক্যাম্পিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো তাঁবু। থাকার ধারণ ক্ষমতা অনুযায়ী বিভিন্ন আকারের তাঁবু হতে পারে। সিজন অনুযায়ীও তাঁবু দেখা যায়। এসব তাঁবু খুব কম ওজনের হয়, যাতে সহজে বহন করা যায়। তাঁবুর নিচে পানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন হতে পারে পলিথিনের।

ব্যাকপ্যাক: আপনার বহন ক্ষমতা ভেদে ব্যাকপ্যাক নির্ধারণ করুন। যতটুকু আপনি বহন করতে পারবেন ঠিক ততটুকু জিনিসই নিয়ে যাবেন। আপনার সব দরকারি জিনিসপত্র এই ব্যাকপ্যাকে বহন করতে পারবেন।

টর্চ: রাতে আপনার টর্চলাইটের দরকার হবে চলাচলের জন্য। লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত টর্চগুলো পাওয়ারফুল হয় এবং ওজন খুব কম থাকে।

শুকনা খাবার: সাথে কিছু শুকনো খাবার রাখুন। চকলেট, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট রাখতে পারেন।

পানির বোতল:  সাথে পানির বোতল রাখুন। খাওয়া, রান্না, ধোঁয়া-মোছা সব কাজেই পানি লাগবে। আর অবশ্যই নিরাপদ পানি পান করুন।

হ্যামক: আরাম করে দোল খাওয়ার জন্য আপনাকে হ্যামক রাখতে হবে সাথে। এগুলো আকারে খুব একটা বড় না হওয়ার কারণে সহজে বহন করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com