বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য আজ-কালের মধ্যেই সিঙ্গাপুরে নেওয়া হবে। তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তার একটি পা ভেঙে যায়।
এখন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, চিকিৎসকেরা গতকাল জানিয়েছেন, তার অবস্থা অপরিবর্তিত। এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোহেল রানার ভগ্নিপতি জসীমউদ্দিন জানান, অবস্থা ভালো নয়, এখন পর্যন্ত সংজ্ঞাহীন। তাকে গতকাল পর্যন্ত ২১ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার সহকর্মীরা রক্ত দিয়েই যাচ্ছেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, সেই রক্ত শরীর গ্রহণ করতে পারছে না। তাই তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।