বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : সরকার সারা দেশে যখন খাল, বিল ও নদী দখলমুক্ত করছে তখনই কুমিল্লার লাকসামে খাল দখল করে দালান নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ওই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, লাকসাম পৌরএলাকার মধ্য লাকসাম বাইপাস জোড়পুল সংলগ্ন কুচাইতলি খাল দখল করে সৌদি প্রবাসী দেলোয়ার হোসেন খালের ভেতর দালান নির্মাণ করছেন। প্রবাসী দেলোয়ার হোসেনের কেয়ারটেকার নুরুন নবী স্থানীয় লোকজনদের ম্যানেজ করে রাতের আঁধারে খালের ভেতর আরসিসি পিলার তুলে দালান নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ওই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এবং প্রভাব খাটিয়ে কেয়ারটেকার নুরুন নবী স্থানীয় লোকজন নিয়ে আবারও নির্মাণ কাজ শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে নুরুন নবী বলেন, স্থানীয় ভূমি অফিস ও পৌরসভা নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুচাইতলি খাল দখল করে দালান নির্মাণের খবর পেয়ে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।