বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

ফণীর আঘাতে লণ্ডভণ্ড ওড়িশা, নিহত ৫

তরফ নিউজ ডেস্ক : ঘূর্নিঝড় ফণীর আঘাতে ভারতের ওড়িশায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এর আগে সকাল ৮ টায় রাজ্যের উপকূলে আঘাত হানে প্রলয়ংকারী এ ঘূর্নিঝড়। এ খবর দিয়েছে ওড়িশা সান টাইমস। এতে বলা হয়, ওড়িশা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৭০ বছর বয়সী এ বৃদ্ধা ঝড় শুরু হলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পুরীতে নিহত হয়েছেন আরও ২ জন। এরমধ্যে একজন গাছ উপড়ে পরলে নিহত হন। অপরজন বাড়িতে অবস্থানরত অবস্থায় বাড়ি ভেঙে নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া, সাক্ষীগোপাল জেলায় ১৮ বছরের এক তরুণ নিহত হয়েছে।

ঝড়ে রাজ্যের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ নেই পুরীর জগন্নাথ মন্দিরেও। একইসঙ্গে স্থানীয় ঘরবাড়ি ধ্বংসের খবরও পাওয়া যাচ্ছে। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা। এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর পুরীর বেশিরভাগ এলাকা কিছুক্ষণ পানিতে ডুবে ছিল বলে জানিয়েছে এনডিটিভি। সেখানে গত রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হায়দরাবাদ আইএমডি জানিয়েছে সকালে পুরীতে বাতাসের গতি ছিল ২৪০ থেকে ২৪৫ কিলোমিটার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com