মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

চুনারুঘাটে বসতঘরে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাটে রুপিয়া আক্তার (৪০) নামে এক নারীর বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বসতঘরের যাবতীয় আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

২৩ মে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আসবাপত্র পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, কে বা কারা পেট্রোল দিয়ে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ স্হানীয়রা দেখতে পান ঘরের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। তখন স্থানীয়রা ঘরের দরজা ভেঙে আগুন নেভান। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রুপিয়া আক্তার জানান, আমার স্বামী নেই, ছোট ৩ ছেলে, অনেক কষ্ট করে দিনযাপন করছি। এর মাঝে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে ঘরের সব আসবাপত্র পুড়িয়ে ফেলেছে। যার ফলে প্রায় লক্ষাধিক টাকার. ক্ষতিগ্রস্ত হয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com