শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।
রোববার (২৬ মে) দুপুরে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন গ্রহণ করেন হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান।
এর পূর্বে গত শুক্রবার সম্ভাব্য ৫ প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। তালিকায় মিজানুর রহমান মিজানের নাম ছিল সর্বশেষে।
এই তথ্য নিশ্চিত করে মিজানুর রহমান মিজান বলেন, আমি নেতা নই আমি হবিগঞ্জের সাধারণ মানুষ। আমি সবসময় হবিগঞ্জবাসীর সুখে, দুঃখে, উৎসবে, অনুষ্ঠানে, আন্দোলনে পাশে থেকেছি। গতবার আমি অল্প ব্যবধানে হেরে যাই। তারপরও আমি সব সময় হবিগঞ্জবাসীর পাশে থেকেছি। আমি আশা করি হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের লক্ষ্যে দল মত নির্বিশেষ সবাই আমার পাশে থাকবেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষের বিপরীতে নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়েন। সে নির্বাচনে তিনি প্রায় ১২শ ভোটের ব্যবধানে হেরে যান ধানের শিষ প্রতীকের জিকে গউছের কাছে। তবে তিনি হেরে গেলেও নৌকার প্রার্থীর চেয়ে বেশি ভোট পোয়ে চমক সৃষ্টি করেন।
তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।