শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

মাঠে নামছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, অনিশ্চিত ল্যাথাম

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছিলেন কিউই উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। আর এই ম্যাচেই তার একাদশে থাকাটা এখনও নিশ্চিত নয় পুরোপুরি। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী প্রথম ম্যাচে পাওয়া যাবে ল্যাথামকে।

অনিশ্চিত অবস্থাতেও পুরোদমে অনুশীলন করেছেন ল্যাথাম। ব্যাটিং কিংবা বল ধরতে তার কোনও সমস্যা হচ্ছে না।

তার চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ল্যাথাম পুরোদমে সুস্থ হয়ে উঠছেন। এটা দলের জন্য ইতিবাচক দিক। তবে এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুশীলনে তাকে সবকিছুই করতে বলা হচ্ছে। সেখানে তার কোনো সমস্যা দেখছি না। তার হাতে ব্যথাও নেই। আবারো সে আগের অবস্থানে ফিরে আসতে পারছে।

ল্যাথাম নিজের অবস্থানটা বেশ ইতিবাচকভাবে তুলে ধরলেও শেষ পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বললেন, অনুশীলনে বেশ ভালো লাগছে। তবে আমিও মনে করি ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত।

টম ল্যাথাম না খেললেও বিকল্প আছে কিউই দলে। বিশ্বকাপে বিকল্প উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন টম ব্লান্ডেল। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্ততি ম্যাচে সেঞ্চুরিও করেছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার।

তাই ল্যাথাম মনে করেন, ‘প্রস্তুতি ম্যাচে ব্লান্ডেল দুর্দান্ত খেলেছে। সে যেভাবে খেলেছে তাতে করে তার প্রশংসা করতেই হয়। উইন্ডিজের বিপক্ষে এই ইনিংস তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com