মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

মাঠে নামছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, অনিশ্চিত ল্যাথাম

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছিলেন কিউই উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম। আর এই ম্যাচেই তার একাদশে থাকাটা এখনও নিশ্চিত নয় পুরোপুরি। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী প্রথম ম্যাচে পাওয়া যাবে ল্যাথামকে।

অনিশ্চিত অবস্থাতেও পুরোদমে অনুশীলন করেছেন ল্যাথাম। ব্যাটিং কিংবা বল ধরতে তার কোনও সমস্যা হচ্ছে না।

তার চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ল্যাথাম পুরোদমে সুস্থ হয়ে উঠছেন। এটা দলের জন্য ইতিবাচক দিক। তবে এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুশীলনে তাকে সবকিছুই করতে বলা হচ্ছে। সেখানে তার কোনো সমস্যা দেখছি না। তার হাতে ব্যথাও নেই। আবারো সে আগের অবস্থানে ফিরে আসতে পারছে।

ল্যাথাম নিজের অবস্থানটা বেশ ইতিবাচকভাবে তুলে ধরলেও শেষ পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বললেন, অনুশীলনে বেশ ভালো লাগছে। তবে আমিও মনে করি ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত।

টম ল্যাথাম না খেললেও বিকল্প আছে কিউই দলে। বিশ্বকাপে বিকল্প উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন টম ব্লান্ডেল। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্ততি ম্যাচে সেঞ্চুরিও করেছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার।

তাই ল্যাথাম মনে করেন, ‘প্রস্তুতি ম্যাচে ব্লান্ডেল দুর্দান্ত খেলেছে। সে যেভাবে খেলেছে তাতে করে তার প্রশংসা করতেই হয়। উইন্ডিজের বিপক্ষে এই ইনিংস তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com