বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : আগামী বৃহস্পতিবার (৬ জুন) নয়, আগামীকাল বুধবার (৫ জুন) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৪ জুন) রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেশকিছু বাসিন্দা চাঁদ দেখতে পেয়েছেন। তারা এ বিষয়টি নিজেদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করেন। পরে ইউএনও বিষয়টি অবহিত করেন জেলা প্রশাসককে। তিনি চাঁদ দেখা কমিটিকে অবহিত করলে চাঁদ দেখা কমিটি ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়।
পরে তথ্য যাচাই-বাছাই করে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেয়, বুধবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হলো একমাসের সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার উপহার হিসেবেই মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দের ঝরনাধারা নিয়ে হাজির হলো ঈদ।