রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত : মহাসড়কে যান চলাচল বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে শুক্রবার বিকাল ৫টায় ম্যাক্সি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে।ফায়ার সার্ভিস কর্মীরা, থানা পুলিশ ,শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীিয় জনতা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সি মহাসড়ক থেকে অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

থানার এসআই মুসলেহউদ্দিন ও স্থানীয় সূত্রে জানা যায়-শুক্রবার বিকাল ৫টার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ম্যাক্সি উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে ভাঙ্গারী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটলে ট্রাক ও ম্যাক্সি মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি চালক চুনারুঘাট উপজেলার মোঃ আন্নর আলীর ছেলে জায়েদ মিয়া(২৩) ও ট্রাকের হেল্পার অজ্ঞাত(১৮) নিহত হয়। এবং গুরুত্বর আহত দিলীপ বোস(৬০) রাম চক্রবর্তী (২৩) সমর দাস (৩৫) আমজাদ হোসেন(২৭) ও অজ্ঞাত (২৫)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে রাস্তার দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে।ফায়ার সার্ভিস কর্মীরা, থানা পুলিশ ,শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীিয় জনতা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সি মহাসড়ক থেকে অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান-নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনায় পতিত ট্রাক ও ম্যাক্সিকে মহাসড়ক থেকে অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com