বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় বাসচাপায় পারভেজ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ ওই এলাকার কবীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে বেড়িয়ে ওই মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কদমতলী তাদের দোকানে আসছিল পারভেজ। পথে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।