বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পূর্ব ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে এলেমান মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সকাল ৫টার সময় একই গ্রামের প্রতিবেশী মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিত ভাবে এলেমান মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীতে প্রবেশ করে ঘরের দেয়াল, দরজা, জানালা সহ আসবাব পত্র ভাঙ্গচুর করে। বাড়ীতে থাকা নতুন ঘর তৈরীর জন্য ক্রয় করা সিমেন্ট, রড, টিন, ইট, আসবাব তৈরির কাঠ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় এলেমান মিয়ার বাদী হয়ে গত শুক্রবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অনু মিয়া ও তাজুদ মিয়াকে গত শনিবারে গ্রেফতার করেন। পরে গতকাল রবিবারে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা।