শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন বাহুবলের কৃতি সন্তান শেখ মোহাম্মদ মাজু মিয়া। রোববার (০৭ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে ১০৫ জন আইনজীবিকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন, ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকবেন। এর পরবর্তী পর্যায়ে আটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উলেখ করা হয়েছে।
শেখ মোহাম্মদ মাজু মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের শেখ মোহাম্মদ ফারুক মিয়ার ছেলে। তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।