শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির তক্ষকসহ ৫ জন আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) বিকালে শহরের শান্তিবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাহুবল এলাকার অলুয়া গ্রামের মোশাহিদ মিয়া, হবিগঞ্জ জেলার রিচি গ্রামের আলী হাসান মাসুক, শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ এলাকার আব্দুল ছালাম, হবিগঞ্জ জেলার আব্দাহাই এলাকার আফরোজ মিয়া, শায়েস্তাগঞ্জ এলাকার কাউছার মিয়া।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, একদল পাচারকারী বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয়সহ পাচার করছে- এমন সংবাদে শান্তিবাগ এলাকার সালাম বাবুর্চির বাসায় অভিযান চালিয়ে তক্ষকসহ ওই পাঁচজনকে আটক করা হয়। এর মূল্য ৭-৮ লাখ টাকা হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com