বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবল মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

বক্তব্য রাখছেন ইউএনও আয়েশা হক

আজিজুল হক সেলিম/সোহেল আহমেদ বাহুবল (হবিগঞ্জ) থেকে : বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেছেন, শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাদের নিয়মিত বিদ্যালয়ে হাজির থাকা ও নির্বিঘ্নে পাঠ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কাজ বন্ধ রেখে কোন অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়ে বলেন, পাঠদান সময়ে মূল কাজ বন্ধ রেখে অনুষ্ঠান করলে শিক্ষার্থীদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আমি বিষয়টি মেনে চলার চেষ্টা করি। তিনি আরো বলেন, পাঠদান সময়ে কোন শিক্ষককে আমার অফিস বা অন্য কোন অফিসে দেখতে চাই না। আশা করি, সকলেই তা অনুসরণ করবেন।


তিনি গতকাল বাহুবল মডেল প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, মাদকের আগ্রাসন, নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন ইত্যাদি সামাজিক অবক্ষয় রোধে সকলকে সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে- সে খেয়াল রাখতে হবে। এসব অসামাজিক কাজের সুনির্দিষ্ট তথ্য পেলে আমি সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমি ইভটিজিং তথা যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।


বাহুবল মডেল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও এম. শামছুদ্দিন-এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, সিনিয়র সাংবাদিক নূরুল আমিন, এম সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ, এমএ জব্বার ফুল মিয়া, আব্দুল মজিদ শেখ, ফয়সল আহমেদ চৌধুরী, সাইফুর রহমান জুয়েল, এমএ মজিদ তালুকদার, এফআর হারিছ, হুমায়ূন কবীর, ইয়াকুত আলী, সেলিম আহমেদ আখঞ্জী, আজিজুল হক সেলিম, মনিরুল ইসলাম শামীম, সোহেল আহমেদ, মঈনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com