শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
রায়হান ইউ সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন-গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর বিশেষ বরাদ্দ বাতিল করে সেই অর্থে গৃহহীন মানুষের জন্য দুর্যোগ সহনীয় ঘর তৈরী করে দিচ্ছে সরকার। গরিব অসহায় মানুষ,যাদের জায়গা আছে কিন্তু ঘর নির্মাণের সামর্থ্য নাই কেবল তাদের জন্যই উন্নতমানের ঘর তৈরী করে দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
তিনি মঙ্গলবার (৯জুলাই) কাবিটা কর্মসূচীর আওতায় নির্মিত বানিয়াচং ২নং ইউনিয়নের মোহরের পাড়ার মৃত তুরাব আলীর পুত্র সোহাগ মিয়াকে দেয়া প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে “দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ”প্রকল্পের নির্মাণ কাজ দেখতে আসেন। ডিসি মাহমুদুল কবীর মুরাদ আরো জানান-কারও হয়তো এক বা দুই শতাংশ জায়গা আছে কিন্তু ঘর নেই বা ঘর আছে কিন্তু তা ঝুঁকিপুর্ণ তাদেরকে আমরা ঘর করে দেব। এছাড়া যে পরিবারে পুরুষ সদস্য নেই বা পুরুষ সদস্য আছে কিন্তু তার বয়স ৬৫বছরের উপরে,নদী ভাঙ্গনে যারা ঘরবাড়ি হারিয়েছে,বেদে ও তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য এ ঘর নির্মাণ করে দেয়া হবে। বানিয়াচং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান-প্রায় ৫০০বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি রুম,একটি করিডোর,একটি বাথরুম ও একটি রান্নাঘর। দুর্যোগসহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধর হয়েছে দুই লাখ ৫৮হাজার টাকা। অন্যদিকে ডিসি মাহমুদুল কবীর মুরাদ কৃষকদের কাছ থেকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ধান ক্রয়ের চাহিদা পুরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে শতভাগ ধান ক্রয় করতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারকে নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের উপ-নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয় কোনো প্রার্থী বা প্রভাবশালী ব্যক্তি যাতে এই নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে সেই জন্য উপজেলা নির্বাচন অফিসারকে মৌখিক ভাবে জানিয়ে দেন। নির্বাচন হতে হবে শতভাগ নিরপেক্ষ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি মাহমুদুল কবীর মুরাদ বলেন, বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনারের কাছে মুক্তিযোদ্ধা চত্ত¡র থেকে অবৈধ দখলদারদের অতিসত্ত¡র উচ্ছেদ করা হবে। এই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ইউএনওকে বলে দেন তিনি। উচ্ছেদ অভিযান করতে যদি কোনো ধরণের বাধা বিপত্তি আসে সেটা তিনি দেখবেন বলেও জানান। জেলা প্রশাসক মাহমুুদুল কবীর মুরাদ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে এসব কথা বলেন। পরে তিনি বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরী পাড়ায় অবস্থিত ৩নং ভূমি ভিজিট করতে যান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার,বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী,প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল,সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন,মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া প্রমুখ।