মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসামে সোমবার (১৫ জুলাই) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা অডিটোরিয়ামে এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী এক বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
যায়যায়দিন লাকসাম প্রতিনিধি আরিফুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, এতিমখানা গভর্নিং বডির সদস্য সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, এতিমখানা সুপার মাওলানা বাকী বিল্লাহ পাটোয়ারী, ব্যবসায়ী আবদুল কাদেরসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা, ২০১৮ সালে এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এতিমখানার বৃত্তি প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বৃত্তি প্রদান কালে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের এক হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের পাঁচশত টাকা করে অনুদান প্রদান করেন।