শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে চলছে পরিবহন ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট। শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে কর্মরত পুলিশ ইনচার্জ নান্নু মন্ডলের বেপরোয়া চাঁদাবাজীর প্রতিবাদে এবং ফাড়ির ইনচার্জ নান্নু মন্ডলকে প্রত্যাহারের দাবি জানিয়ে মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৪০৩) ট্রাক, লরী শ্রমিক এবং মৌলভীবাজার (১২২৩) কার- মাইক্রোবাস ও (২৩৫৯) সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার (১৬জুলাই) সকাল ৬টা থেকে ধর্মঘট চলছে।ধর্মঘটে জেলায় সবধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে শুধুমাত্র মৌলভীবজারের শ্রীমঙ্গলে হঠাৎ ডাকা ধর্মঘটের কারনে দুরপাল্লার পরিবহন গুলো না যেনে মৌভীবাজারের সড়ক দিয়ে ঢোকে পড়লেও এসকল পরিবহনগুলোকে কোন ধরনের বাধা প্রধান করছেনা স্থানীয় পরিবহন শ্রমিকরা।এছাড়াও সড়কে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তাই দুরপাল্লার পরিবহন স্বাভাবি ভাবে চলাচল করছে। শ্রীমঙ্গল ১২২৩ এর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.ময়না মিয়া জানান,সাতগাঁও হাইওয়ে পুেিশর ইনচার্জ নান্নু মন্ডল এর বেপরোয়া চাঁদাবাজীর প্রতিবাদে ডাক দেওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে । তিনি বলেন, নান্নু মন্ডলকে অপশারন করা আমাদের দাবি, এই দাবি যতক্ষন না মেনে নেয়া হচ্ছে। ততক্ষন ধর্মঘট চলবে। বিকেলে ৩টি শ্রমিক সংগটনের ডাকে শ্রীমঙ্গল চৌমুহনীতে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে শ্রমিক ঐক্য পরিষদ।এদিকে এই ধর্মঘটে পরিবহন চলাচল না করায়। ভোগান্তি পোহাতে দেখা যায় সাধারন যাত্রীদের মাঝে।