শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে জনগনের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ইন্টার ফেইস মিটিং-২০১৯ “নাগরিকের কন্ঠ ও কাজ” বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিভিএ ফোর কমিটির আয়োজনে ও লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাছান আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত উল্ল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ মহিবুল্লাহ, মুদাফরগঞ্জ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল আলম ভূঁইয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এপিসি ম্যানেজার আগস্টিন প্রবঞ্জন হীরা, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার বিপ্লব চন্দ্র দাস, বামন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি সদস্য শামিমা আক্তার।