শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : দেশজুড়ে “ছেলেধরা” গুজব বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষে গুজব বিরোধী প্রচারণায় গণসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে বানিয়াচং থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দুপুর এগারটায় উপজেলা সদরের সবকটি হাটবাজারে এমনকি জনবহুল জায়গায় গিয়ে প্রচার চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। এসময় তারা বলেন-গুজবের সাথে তাল মিলিয়ে কোনো মানুষকে হত্যা করার অধিকার কারো নেই। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানান। এই পর্যন্ত গণপিটুনির ফলে যতগুলো নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এই ধরণের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরী করা রাষ্ট্র বিরোধী কাজের শামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ বলেও জানান।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, ছেলেধরা সন্দেহে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন নিহত হয়েছে। পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এ ধরণের গুজব নিরসনে পুলিশের পক্ষ থেকে এসব প্রচারণা চালানো হচ্ছে। এসব গুজবে কান দেয়া থেকে বিরত থাকতে এবং কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহে হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান জানান তিনি।
প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই হুমায়ুন কবির, এসআই গোপাল দত্তসহ পুলিশ সদস্যরা।