শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল ছাত্রীকে পিঠিয়ে আহত

আহত অবস্থায় স্কুল ছাত্রীকে (মাঝে) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে পিঠিয়ে আহত করেছে এক বখাটে যুবক। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার মিরপুর ভিতর বাজার রাস্তায় এ ঘটনাটি ঘটে। (আহত লিজা আক্তার উপজেলার লামাতাশি গ্রামের প্রবাসী ছায়েদ আলীর মেয়ে) আহত ছাত্রী স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের নবম শ্রেণি ছাত্রী।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার চারগাঁও গ্রামের নবীর হোসেন ওরফে নবাই মিয়ার ছেলে ফার্নিচার দোকানের কর্মচারী  শিবলু মিয়া (২২) দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজী না হওয়ায় প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত। ঘটনার এক সপ্তাহ আগে ছাত্রীর পরিবার বখাটের পিতা নবীর হোসেনের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হলে তিনি শিবলুসহ লিজার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসেন।

বৃহস্পতিবার বিকাল ৪টায় স্কুল ছুটি হলে ছাত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বখাটে শিবলু তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন বখাটেকে ধাওয়া দিলেও ধরতে ব্যর্থ হন। পরে ছাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

সানশাইন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ফার্নিচার দোকানের কর্মচারী শিবলু দীর্ঘদিন যাবৎ ঐ ছাত্রীকে হয়রানী করছিল। ছাত্রীর পরিবার বিষয়টি ওই যুবকের পরিবারকে অবগত করার ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে। আমরা এ বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমি ঘটনাস্থলে আছি, অভিযুক্ত যুবককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com