বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রকল্প অনুমোদন

ছবি: বাসস

রায়হান উদ্দিন সুমন : একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর। সেই যোগাযোগের নতুন বিপ্লবের নাম এখন আঞ্চলিক মহাসড়ক। হাওর এলাকায় অনেকদিনের লালিত স্বপ্ন আঞ্চলিক মহাসড়কটি হচ্ছে সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ।

মঙ্গলবার (২০আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

বর্তমান সরকারের ১২তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৬৯ কোটি টাকা। এই মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পেল আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাস্তাটি শেষের পথে। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারা অগ্রাধিকার হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১০ সালের ১০ নভেম্বর তাহেরপুর উপজেলায় এক জনসভায় সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়কটি উন্নয়নের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা কমিশন ও সড়ক পরিবহন উইংএর সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশে নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হওয়ার রুপ নিচ্ছে। বাংলাদেশ সরকারের অর্থানে যা বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদপ্তর।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যে হল-সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা অংশে ১৫.৮৩ কি:মি:সড়কাংশ নির্মাণের মাধ্যমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা।

উক্ত সড়কের মদনপুর (সুনামগঞ্জ) থেকে দিরাই পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক জেলা সড়ক উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে। দিরাই থেকে শাল্লা পর্যন্ত ১৯কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য মদনপুর-দিরাই-শাল্লা (দিরাই-শাল্লা অংশ) সড়ক নির্মাণ নামে একটি প্রকল্প চলমান রয়েছে। শাল্লা থেকে জলসুখা (আজমিরীগঞ্জ) পর্যন্ত ১৫.৮০কিলোমিটার সড়কাংশ বিবেচ্য প্রকল্পের আওতায় নির্মাণের প্রস্তাব করা হয়েছে। আজমিরীগঞ্জ (জলসুখা) থেকে বানিয়াচং পর্যন্ত ১৪কিলোমিটার সড়কাংশ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলমান রয়েছে। বানিয়াচং থেকে হবিগঞ্জ পর্যন্ত ১৩কিলোমিটার সড়কাংশ জেলা উন্নয়ন (সিলেট জোন) শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন করা হয়েছে।

বিবেচ্য প্রকল্পের আওতায় প্রস্তাবিত সড়কটি নির্মাণ কাজ শেষে হলে সুনামগঞ্জ-আজমিরীগঞ্জ ও হবিগঞ্জেরে মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রকল্প এলাকাটি কৃষি ও মৎস্য শিল্প প্রধান হওয়ায় এখানকার উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রী দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহর করা সম্ভব হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com