শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে বালুর রাখার কারণে জাকারিয়া চৌধুরী নামে এক বালু ব্যবাসায়ীকে দশ হাজার টাকার জরিমানা করেছেন বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।
জাকারিয়া ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের হাজী জিলু মিয়ার চৌধুরীর পুত্র। পাশাপাশি তাকে মুছলেক রেখে আগামী দুইদিনের মধ্যে সড়কের পাশ থেকে সব বালুর স্তুপ সরানোর জন্য তাকে নির্দেশ দেয়া হয়।
রোববার (২৫আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রায় প্রদান করেন তিনি।
জানা যায়,উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার রোববার হবিগঞ্জ থেকে বানিয়াচং আসার পথে রাস্তার মধ্যে ট্রাক দাঁড় করিয়ে বালু নামাতে দেখেন। পরে ইউএনও মহোদয় তার গাড়ি থামিয়ে ট্রাকের কাছে গিয়ে বালুর মালিক কে জানতে চান। একপর্যায়ে সেখানেই বালুর মালিক জাকারিয়া চৌধুরী বলে জানতে পারেন। এসময় জাকারিয়া সেখানেই উপস্থিত ছিল। তাৎক্ষনিক ওই বালুর মালিককে আটক করে বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে তার কার্যালয়ে নিয়ে আসেন।
সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকাল।
দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকি ও রত্না ব্রিজের কাছে এমনকি বিভিন্ন জায়গায় বালু ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে আসছে কতিপয় ব্যবাসায়ীরা। এ নিয়ে জাতীয়, স্থানীয়সহ বেশ কয়েকটি পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি আমার এমপি ডটকমের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আমারএমপিতে মহাসড়কের বালুর স্তুুপ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন স্থানীয় অ্যাম্বাসেডর। সেই সংবাদ ও ভিডিও দেখে তড়িৎগতিতে এ্যাকশনে গেলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার।