বুধবার, ২৯ মে ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা বিতরণ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাকের সহযোগীতায় হাওর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) দুপুরে বানিয়াচং উপজেলার আদর্শ বাজার নৌকা ঘাটে নৌকা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খোন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওছার শোকরানা, ও ব্র্যাকের জেলা প্রতিনিধি ফিরোজ ভূইয়াসহ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন- ব্র্যাকসহ অন্যান্যদের সহযোগিতা পেলে প্রতি বছরই এ ধরনের নৌকা বিতরণ অব্যাহত থাকবে। এ অঞ্চলের শিক্ষার্থীরা বর্ষার সময় নৌকার অভাবে স্কুলে যেতে পারে না। আর এ কারণেই হাওর অঞ্চলের বেশির ভাগ শিক্ষার্থীরা প্রতি বছর ঝঁড়ে পড়ছে। হাওর অঞ্চলে ঝঁড়ে পড়া রোধ করতেই এ পদক্ষেপ গ্রহণ করেছি।

হবিগঞ্জ জেলার তিনটি উপজেলায় হাওর অঞ্চলে অবস্থিত মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ নৌকা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হল বানিয়াচং উপজেলার মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ উপজেলার সমচীন ভূইয়া আদর্শ দাখিল মাদ্রাসা, বসন্ত কুমার পাবলিক স্কুল এ- কলেজ ও লাখাই উপজেলার কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়, নোঁয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com