বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিয়ানীবাজারে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

তরফ নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিসবাহ উদ্দিন নামে ডাকাতি মামলার এক আসামি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শেওলা ব্রিজ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর।

নিহত মিসবাহ জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের আলিম উদ্দিনের ছেলে। এছাড়াও সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে বলে ওসির বক্তব্য থেকে জানা যায়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, “মিসবাহকে শেওলা এলাকা থেকে আটক করে নিয়ে যাবার পথে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মিসবাহ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান ওসি অবনী শঙ্কর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com