শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে সড়কের প্রশস্থতা ও মজবুতিকরণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল হতে শমসেরনগর জেলা মহাসড়কটি মজবুতিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ ( ১০ নাম্বার এলাকায়) স্থাপিত উদ্ভোধনী ফলক উম্মচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক বিভাগ মৌলভীবাজারের অধীনে বাস্তবায়িত কুলাউড়ার চৌমহনা হতে শমসেরনগর হয়ে শ্রীমঙ্গল চৌমুহনা পর্যন্ত ৪১.০৮৫ কি:মি:অংশের ব্রাক্ষণবাজার (কুলাউড়া) সড়কের শেষ শ্রীমঙ্গল চৌমুহনা পর্যন্ত ২০.৮০ কি:মি: (১৭ হতে ৩৯.৪০ কি:মি: পর্যন্ত) কাজ বাস্তবায়িত হবে। ৪৭ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ সমাপ্ত হবে আগামী বছর ২০২০ সালের জুলাই মাসে।

উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক অধেুন্দ কুমার দেব, উপজেলা যুব লীগের সভাপতি মো: ছালিক আহমদ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ সড়ক ও জনপদের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ এবং দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com