শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) : এক সময় এই মাঠটি ছিল পরিত্যক্ত। ছিল খেলাধুলার অনুপযোগী। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় দীর্ঘ ৩২ বছর পর বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সাবেক এড়ালিয়ার মাঠটি আজ পরিপুর্ণ মাঠে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই মাঠে তারই নামে একটি ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধনের মধ্য দিয়ে আবারে হারানো গৌরব ফিরে পেল তৎকালীন এড়ালিয়ার মাঠ বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি।

উপজেলা ক্রীড়া সংস্থা এই টুর্ণামেন্টের আয়োজন করে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা শুভ উদ্বোধন করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর হোসেন মাষ্টার,বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার।

সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মামুন খন্দকার। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রোজেস এলিভেন বনাম কে,বি,এস (বি)।

উত্তেজনাপূর্ণ খেলাটি প্রথমার্ধ পর্যন্ত কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে রোজেস এলিভেনের ১৩নং জার্সি পরিহিত উদীয়মান খেলোয়াড় নয়ন একমাত্র গোল করে দলকে এগিয়ে নেন। শেষ বাশি বাজার আগ পর্যন্ত পাল্টা কোনো গোল করতে পারেনি কে,বি,এস (বি)। ফলে ১-০ গোলে জয় পায় তারুণ্য নির্ভর দল রোজেস এলিভেন।

উদ্বোধনী খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, ৭নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, ১২নং সুজাতপুর ইউনিয়নের আব্দুল কদ্দুস শামিম, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহাজান মিয়া, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, আরজু মিয়া, আনোয়ার হোসেন, যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, সহসভাপতি সুবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, বাবুল মিয়া, আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারন সম্পাদক রিপন চৌধুরী, ছাত্রলীগ নেতা সাইম হাসান পুলক, কাওছার আহমেদ শিহাবসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রাক্তন খেলোয়াড়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ।

খেলায় রেফারি হিসেবে দায়িত্বপালন করেন-হবিগঞ্জের সুনামধন্য রেফারি আব্দুল মতিন। সহকারি রেফারি হিসেবে ছিলেন জিল্লুর রহমান ও স্বপন মিয়া। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো:শাফি।

উপস্থিত ছিলেন- উক্ত টুর্ণামেন্টের আহবায়ক এনামুল মোহিত খান,উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুর রউফ,যুগ্ম সাধারণ সম্পাদক সাহিবুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল আলম চনু, সদস্য-সালাউদ্দিন ফারুক, মতিউর রহমান মতি, আবুল কাশেম ।

অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্ণামেন্টের আগামীকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার খেলায় মুখোমুখি হবে ফাইভ এন্ড সিক্স স্পোর্টিং ক্লাব বনাম প্রথমরেখ একাদশ। খেলাটি যথারীতি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com