বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

বাহুবল ইকরা মডেল একাডেমিতে ক্বেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা

ইকরা মডেল একাডেমীতে অনুষ্ঠিত ক্বারাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করছেন অতিথিবৃন্দ

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবল সদরস্থ ইকরা মডেল একাডেমি-তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে একাডেমি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইকরা এডুকেশন বোর্ডের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান মানিক।

প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ূন কবীরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার মুখলিছুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইকরা এডুকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যন ইয়াকুত তালুকদার, মাওলানা শামছুল হক, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, শেখ হিফজুর রহমান ছগীর, হারুন মিয়া, হামিদীয়া হলিচাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সৃজন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক রুমেন মিয়া, ছাত্র অভিভাবক আব্দুল আওয়াল, ইকরা মডেল একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা সাদিকুর রহমান, সাইফুল ইসলাম সুমন, হনুফা আক্তার, লিপি আক্তার ও ফারহানা আক্তার তান্নি প্রমুখ।

শিক্ষার্থীদের নিয়ে মনোমুগ্ধকর ইকরা একাডেমিক সংগীত পরিবেশন করেন একাডেমির ইংরেজি শিক্ষক জনাব সালেহ উদ্দিন।

বক্তাগণ ইকরা একাডেমির সুন্দর ও পরিপাটি পরিবেশের ভূয়সি প্রসংশা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

ক্বেরাত প্রতিযোগিতায় বারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতি গ্রুপে তিনজন করে মোট ১১ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- জামেয়া কাসিমুল উলুম বাহুবল, জামেয়া মাহমুদিয়া হামিদনগর, হামিদিয়া হলি চাইল্ড একাডেমি, জামেয়া আরাবিয়া পুটিজুরি ও শিবপাশা মাদরাসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com