শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে কিশোর গ্যাং এর ৬ ডাকাত গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস রিলিজে জানিয়েছেন কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ১৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলার নৈরপাড়াস্থ লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের উপর দেশীয় অস্ত্র-সস্ত্রসহ কতিপয় লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অভিযান চালায় র‌্যাব। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৬ ডাকাত পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, ষোলপুকুরিয়ার আবদুল মান্নানের পুত্র মোঃ শাহদাত হোসেন (১৮), মনির হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান (১৮), নৈরপাড়ের জয়নাল আবেদীনের পুত্র মোঃ রুবেল (২২), মফিজুর রহমানের পুত্র মোঃ ইয়াসিন হোসেন (১৯), জামাল হোসেনের পুত্র মোঃ নাঈম (১৯) এবং চেঙ্গাচলের সোলায়মান মিয়ার পুত্র মোঃ সোহেল রানা (১৮)।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার এএসপি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। ওইদিনও তারা একই উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com