রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
আসমা জান্নাত মনি : সুবিদা বঞ্চিত শিশুদের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে “সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর ৭নং ওয়ার্ডে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে এ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ সাদিকুর রহমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আকতার হোসেন, সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি বিপ্রদাশ বিশু বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর হোসেন মুন্না, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, প্রকল্প সম্পাদক আসমা জান্নাত মনি, দপ্তর সম্পাদক সামাদুল ইসলাম অপু, সাহিত্য সম্পাদক মোঃ জাকির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ খান, মোহাম্মদ মোজাম্মিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সালেহা বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক কাকোলি গুপ, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিব, সহ সভাপতি বাবুল হোসেন, অর্থ সম্পাদক আরজান আলী, সমাজ কল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিশুদের মধ্যে বই, খাতা, স্লেট, পেন্সিল বিতরন করেন সংগঠনের নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দ।