শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিনেটের সদস্য পদ থেকে শোভনের পদত্যাগ

তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট সদস্য থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন৷ সোমবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন।

শোভন বলেন, ‘আজ বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি৷’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আখতারুজ্জামান সিনেট সদস্য পদ থেকে শোভনের পদত্যাগের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শোভনের পাঠানো চিঠি আমি পেয়েছি। অলরেডি অফিসকে চিঠি দিয়েও দিয়েছি। বিধিবিধান দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শোভনের চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়েল সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকেন। গত ২৬ জুন অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশন ৫ ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com