শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে হোটেল, ফার্মেসি, কনফেকশনারিসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, লাকসাম থানার এসআই মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে দি গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে রং মিশ্রিত ২০টি মুরগী উদ্ধার করে ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ওইদিন মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ইন্টারন্যাশনাল ড্রাগ হাউজকে ৫ হাজার, ইকোনোমিক মেডিকেল ষ্টোরকে ২ হাজার, মুল্য তালিকা না থাকায় জনতা ষ্টোরকে ৪ হাজার এবং একই অভিযোগে লিটন পাল স্টোরকে ৪ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের কুমিল্লা জেলা প্রধান সাংবাদিকদের জানান।