শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিক উপলক্ষে হামদ-নাত প্রতিযোগীতা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৩তম মৃত্যুবার্ষিক উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নজরুল একাডেমী বাহুবল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্কুল, মাদরাসা ও কলেজের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় অফিসার্স ক্লাবে এ প্রতিযোগীতা সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নজরুল একাডেমীর সভাপতি আয়েশা হক। এমএ মজিদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি তাহমিনা বেগম গিনি।

অন্যান্যের মাঝে আলোচনা অংশগ্রহণ করেন মাওলানা নূরুল আমিন, পিআইও আশীষ কর্মকার, বশির আহমেদ, এম শামছুদ্দিন, মাস্টার মখলিছুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, শামীনুর রহমান, এম রশিদ আহমেদ, , মাওলানা হাফেজ কাওসার আহমেদ, মাওলানা দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, সমরেশ ভট্টাচার্য্য, আয়াত আলী, সালাহ উদ্দিন, জামাল হোসেন, আহমেদ আল-জাবের, ফেরদৌস আহমেদ হৃদয়, আব্দুল আহাদ, ইমরুল কবির, আয়াজ আলী ও সেলিম আখঞ্জী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমী বাহুবল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর।

হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- স্কুল ক্যাটাগরিতে ‘ক’ গ্র“পে ১ম শাহরিয়ার নাফিজ ইয়াসিন, ২য় রাইদা আলম, ৩য় জহির মিয়া এবং ‘খ’ গ্র“পে ১ম সানজিদা জাহান, ২য় ফাউজিয়া আক্তার, ৩য় ইসমত জাহান মিনা, মাদরাসা ক্যাটাগরিতে ‘ক’ গ্র“পে ১ম শুরাইব আহমেদ, ২য় রায়হান আহমেদ, ৩য় হুসাইন রশিদ, ‘খ’ গ্র“পে ১ম হাবিবুল্লাহ আমিনী, ২য় জুনাইদ আহমেদ, ৩য় মঈন বিন জামাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com