শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

স্বেচ্ছাসেবক লীগের মিরপুর ইউনিয়ন কমিটি স্থগিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মিরপুর বাজার শাপলা মার্কেটে অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক এর সভাপতিত্বে উপজেলা আহ্বায়ক কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি এক বর্ধিত সভার মাধ্যমে জুয়েল মিয়াকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিরপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক গঠন করা হয়েছিল। কমিটি গঠনের পর থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন না করায় সংগঠনের মাঝে স্থবিরতা দেখা দেয়। উপজেলা নেতৃবৃন্দ বারবার তাগিদ দেওয়ার পরও তারা দলীয় কার্যক্রমে কোন রকম ভূমিকা পালন করেন নাই। এই মর্মে উপজেলা আহ্বায়ক কমিটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম ত্বরান্নীত করতে সর্বসম্মতিক্রমে মিরপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সভায় ৫ নং লামাতাশী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম কে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন রুবেল, আবু সাঈদ, আরজু মিয়া, হুমায়ুন কবীর, এমরানুল হক, সাহেব আলী তালুকদার, নিতাই কুমার বৈদ্য, সদস্য সাইফুর রহমান ইমরান, আয়াত আলী, দেওয়ান জাবেদ, ইমন আহমেদ, ছায়েদ মিয়া, তৌহিদ আলম, বিল্লাল আখঞ্জি, আবিদ মিয়া, মালেক, আব্দুস ছালাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com