শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বাংলাদেশ-আফগানিস্তান যুগ্ম চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই দলকে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ালে, এমনকি টস করাও সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিচালানার জন্য আম্পায়ার তিন ঘন্টা অপেক্ষা করেন। তবে অবিরাম বৃষ্টি থামার কোন লক্ষ্মণ দেখা যায়নি। সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। অর্থাৎ টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দল ট্রফিটি ভাগাভাগি করে নেবে।

পরিত্যক্ত হওয়া ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে আসা দর্শকদের জন্য ছিল চরম হতাশার। অবশ্য ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে ছিল না।
টুর্নামেন্টের তৃতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে এবং আফগান্তিানের বিপক্ষে এক ম্যাচে জয়ী গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে স্বাগতিক বাংলাদেশ।

পক্ষান্তরে ঢাকা পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ জয় করে আফগানিস্তান। তবে চট্টগ্রাম পর্বে দুই দলের কাছেই দ্ইু ম্যাচে পরাজিত হয় আফগানরা।

চট্টগ্রাম পর্ব শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে।

নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হলেও এ ফর্মেটে ছয় দেখায় চারটি জয় নিয়ে পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে ছিল আফগানিস্তান।
টি-২০ সিরিজের আগে একমাত্র টেস্টেও বাংলাদেশকে পরাজিত করে আফগানরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com