বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন শিক্ষামন্ত্রী

তরফ নিউজ ডেস্ক: সিলেট বিভাগের চার জেলার নতুন ১৪টি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর শিক্ষার্থীদের সাথে মিড-ডে মিলের খাবার খান তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটে দুটি, মৌলভীবাজারে তিনটি, হবিগঞ্জে চারটি এবং সুনামগঞ্জের পাঁচটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com