সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি মুনিম চৌধুরী বাবু কে বাদ দিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিককে দলীয় মনোনয়ন দেয়ার খবরে ফুসে উটেছে নবীগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীরা। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আতিককে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে শহরে এক বিশাল ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ওসমানী রোডে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি নেতা চরিত্র মোহন দেবনাত, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলা উদ্দিন, সিদ্দিক আলী, আব্দুল হান্নান খান, অলিদুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মুজাহিদ আহমদ শাহিন, আহমদ রেজা, তুফায়েল আহমদ ছায়েদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, সাধারন সম্পাদক নুর মিয়া, ছাত্রসমাজের আহবায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মৌলদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বহিরাগত প্রার্থী আতিকুর রহমান আতিককে অবাঞ্চিত ঘোষনা করে এবং হবিগঞ্জ-১ এ আসন এরশাদকে লাঙ্গল উপহার দিতে হলে মুনিম চৌধুরী বাবু এমপির বিকল্প নেই বলে জানানো হয়। অন্যতায় সকল নেতাকর্মীকে নিয়ে দুর্ভার আন্দোলন গড়ে তুলার আহবান জানানো হয়। এ সময় নেতাকর্মীরা এরশাদকে তার সিদ্ধান্ত পরিবর্তন করে মুনিম চৌধুরী বাবুর নাম ঘোষনা দেয়ার জন্য আহবান জানান।