বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে গ্রেফতারের পর ‘অসুস্থ হয়ে’ আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে গ্রেফতার করার পর ‘অসুস্থ হয়ে’ ফারুক মিয়া (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

মৃত ফারুক হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা ও চেক জালিয়াতি মামলার আসামি।

রোববার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে গ্রেফতারের পর ফারুক মিয়া অসুস্থবোধ করলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল সরকার রোববার রাতে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর ফারুক মিয়া অসুস্থবোধ করলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপালনকারী চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, পুলিশ অসুস্থ অবস্থায় ফারুক মিয়াকে হাসপাতালে নিয়ে এলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হবিগঞ্জ থানার এসআই জুয়েল সরকার ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক মিয়ার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কল ধরেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com