বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেটের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৭ প্রার্থী।
গত ১৮ নভেম্বর থেকে তারা রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সর্বশেষ ২৬ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন।
তারা হলেন, সিলেট-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রনব জ্যোতি পাল। সিলেট-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন, বিএনপির আছকির আহমদ। সিলেট-৪ আসনে অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশিদ মামুন। সিলেট-৬ আসনে ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ আব্দুর রকিব ও জমিয়তে উলামায়ে ইসলামের আলতাব উদ্দিন আল মামুন।
সিলেট-১: এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির ও কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান, বাসদের উজ্জল রায়, বাংলাদেশ ঐক্যফ্রন্টের মো. নুরুল হক, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রনব জ্যোতি পাল।
সিলেট-২: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান। বিএনপির ইলিয়াস পত্মী তাহসীনা রুশদীর লুনা, মো. আবরাব ইলিয়াস, আছকির আহমদ ও মোহাম্মদ আব্দুর রব। জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, খেলাফত মজলিসের মুনতাছির আলী, গণফোরামের মোকাব্বির খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান, স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন ও এনামুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন।
সিলেট-৩: বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির শফি আহমদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, কামরুল হুদা জায়গীরদার, ব্যারিস্টার মো. আব্দুস সালাম। জাতীয় পার্টির উছমান আলী ও তোফায়েল আহমদ। খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের আব্দুল মতিন বাদশা, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাছুম, খেলাফত মজলিসের হাফেজ মাওলানা আতিকুর রহমান, গণফোরামের মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওদুদ।
সিলেট-৪: বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ। বিএনপির অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, দিলদার হোসেন সেলিম, আব্দুল হাকিম চৌধুরী। জাতীয় পার্টির এম ইসমাইল আলী আশিক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান।
সিলেট-৫: আওয়ামী লীগের মাসুক উদ্দিন, বিএনপির মামুনুর রশিদ মামুন ও বিএনপির শরিফ আহমদ লস্কর। জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও এমএ মতিন চৌধুরী, সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন ও ফয়জুল মুনীর।
সিলেট-৬: আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ। বিকল্প ধারার শমসের মবিন, বিএনপির হেলাল খান, বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী। জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের আজমল হোসেন ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ আব্দুর রকিব ও জমিয়তে উলামায়ে ইসলামের আলতাব উদ্দিন আল মামুন।