শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

চুনারুঘাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বনকর্মী ফরহাদ মিয়া হত্যাকাণ্ডের ১৭ বছর পর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কুড়াইল নগরকান্দা গ্রামের তাছিল উদ্দিন মাতব্বরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গাছ চুরির প্রতিবাদ করায় ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার পারকুল এলাকার ফরহাদ মিয়াকে রশিদপুর বনবিট এলাকায় গুলি করে হত্যা করে গিয়াস উদ্দিন। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল কাদির বাদী হয়ে ৭ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ৬ অক্টোবর মামলার আইও চুনারুঘাট থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শুধু গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৭ বছর পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণার পর নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com