মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বনকর্মী ফরহাদ মিয়া হত্যাকাণ্ডের ১৭ বছর পর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কুড়াইল নগরকান্দা গ্রামের তাছিল উদ্দিন মাতব্বরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গাছ চুরির প্রতিবাদ করায় ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার পারকুল এলাকার ফরহাদ মিয়াকে রশিদপুর বনবিট এলাকায় গুলি করে হত্যা করে গিয়াস উদ্দিন। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল কাদির বাদী হয়ে ৭ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ৬ অক্টোবর মামলার আইও চুনারুঘাট থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শুধু গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৭ বছর পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণার পর নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com