মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বনকর্মী ফরহাদ মিয়া হত্যাকাণ্ডের ১৭ বছর পর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কুড়াইল নগরকান্দা গ্রামের তাছিল উদ্দিন মাতব্বরের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গাছ চুরির প্রতিবাদ করায় ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার পারকুল এলাকার ফরহাদ মিয়াকে রশিদপুর বনবিট এলাকায় গুলি করে হত্যা করে গিয়াস উদ্দিন। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল কাদির বাদী হয়ে ৭ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ৬ অক্টোবর মামলার আইও চুনারুঘাট থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শুধু গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৭ বছর পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ দণ্ডাদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণার পর নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।