সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

বাহুবলে কুমারী পূজা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজার পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ৪র্থ বারের মতো মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলার পূর্ব জয়পুর শচীঅঙ্গন ধামে এ পূজা অনুষ্ঠিত হয়।

এবার কুমারী হিসেবে পূজীত হয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৯ বছর বয়সী কন্যা শ্রীমতি শান্তনী চক্রবর্তী। কুমারী শাস্ত্রমতে তার নাম রাখা হয়েছে অপরাজিতা। সে পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

দূর্গাপূজার বিশেষ পূজা কুমারী পূজা উপলক্ষে শচীঅঙ্গন ধামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য্যরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, এসএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অনুপ কুমার মনা, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com