রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ : ১৯ জনকে বহিষ্কার

তরফ নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (বুয়েট) ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ১৯ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় মিলনায়তনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বৈঠককালে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে দেয়া ক্ষমতাবলে আমি বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করছি। এখানে কোন সাংগঠনিক রাজনীতি থাকবে না।’

অধ্যাপক সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধ হবে এবং র‌্যাগিংয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা মামলার সব খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে।

উল্লেখ্য, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে থাকতেন। গত রোববার রাতে এ হলের নীচ তলার সিড়ির কাছে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ওইদিন দিবাগত রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com