শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে সহপাঠীকে উত্যক্ত করার দায়ে কলেজ ছাত্রের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সহপাঠী ছাত্রকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল হাই-এর পুত্র রাসেল আহমেদ শাওন (২০) মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত। সে একই শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এ অভিযোগে মঙ্গলবার পুলিশ রাসেল আহমেদ শাওনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। বিজ্ঞ বিচারক ওই যুবককে একমাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

আলিফ-সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত কলেজ ছাত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com