বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি লাকসাম উপজেলা শাখার উদ্দ্যোগে বৃহস্পতিবার বিকালে কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণী প্রথা উঠিয়ে দেওয়া শর্তেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সম্প্রতি এক প্রজ্ঞাপন জারী করে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে তেইশ হাজার পরিবার কল্যাণ কর্মচারীদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক কহিনুর আক্তার, লাকসাম উপজেলা শাখার সভাপতি দীপালি রানী সাহা, সাধারণ সম্পাদক লিপি রানী সিংহ, সাংগঠনিক সম্পাদক রহিমা বেগম, সাবেরা জামান, আয়েশা আক্তার, মাহমুদা বেগম, উম্মে হাবিবা, রাহেলা আক্তার প্রমূখ।