বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জের বাহুবল আসছেন দুদক সচিব দিলোয়ার বখত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ অক্টোবর রবিবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় আসছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ দিলোয়ার বখত।

ওইদিন উপজেলার সরকারি সেবা দাতা প্রতিষ্ঠান সমুহের দায়িত্বশীল কর্মকর্তাগণ গণশুনানি অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হবেন। অনুষ্ঠানে ভুক্তভোগী জনগণ তাদের যেকোনো অভিযোগ উত্থাপন করতে পারবেন।

অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আজ বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে প্রশাসন ও দুদক কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভুমি) হিমেল রিচিল, দুদকের উপ পরিচালক কামরুজ্জামান, সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া, মিরপুর আলিফ সোবহান সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া, সদস্য ও বাহুবল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, সদস্য ও বাহুবল পাবলিক লাইব্রেরির সম্পাদক ফয়সল আহমেদ সোহেল এবং সদস্য ও পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।

সভায় আগামীকাল থেকেই উপজেলার সর্বত্র প্রচারণার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযোগ বাক্স রাখা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিযোগ জমা দিতে পারবেন। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com