সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
এ এইচ আল জাবের, বাহুবল (হবিগঞ্জ) : বাহুবলে নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও সাইফুল ইসলাম রাতুল (১২) নামের এক স্কুলছাত্রের সন্ধান মিলছে না। সে উপজেলার হামিদনগর আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের পুত্র। রাতুল দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজ রাতুলের পিতা আব্দুল হান্নান তরফ নিউজকে’কে জানান, গত মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে কোচিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রাতুল। পরে দিন ঘরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ছেলে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে কোথাও খোঁজে না পেয়ে ঐ দিনই নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে বাহুবল মডেল থানা অভিযোগ দায়ের করেন তিনি।
রাতুলের পিতা আরো বলেন, আমরা নিখোঁজের বিষয়টিও পুলিশকে জানিয়েছি। কিন্তু এ পর্যন্ত রাতুলের কোনো সন্ধান মিলেনি। তার ভাগ্যে কি ঘটেছে জানে না তাঁর পরিবার। রাতুলকে ফিরে পাওয়ার আঙ্ক্ষায় পরিবারের লোকজন দিন দিন অস্থির হয়ে উঠেছেন। পুত্রকে না পেয়ে তার মায়ের অবস্থাও পাগল প্রায়। রাতুলের ভাগ্য নিয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও তিনি জানান।