মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : “নতুন মাত্রায় বাহুবলের প্রতিচ্ছবি” এই শ্লোগানে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একঝাঁক ওমান প্রবাসি তরুণ। প্রবাস জীবনে একাকীত্ব ও কষ্টের মাঝেও মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকে “মানবতার সেবায়” নিজেদের নিয়োজিত করতে ২০১৭ সালে বাহুবলের কৃতি সন্তান মোজাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে গঠিত হয় বাহুবল কল্যান পরিষদ, ওমান।
গত শুক্রবার (২৫ অক্টোবর) মাস্কাটের আভিজাত শহর রুইয়ে পুর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আজিজুল হক চৌধুরী সহিদ কে সভাপতি ও আবু তাহের শাহীন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে হাফিজ শেখ বশির আল নোমানকে সিনিয়র সহ-সভাপতি, নূরুল ইসলাম চৌধুরী, শেখ মোহাম্মদ জামাল মিয়া, মোস্তফা মিয়া, মাসুক মিয়া, এমদাদুল রহমান, আলি হোসেন, মালেক মিয়া ও তাউজ আলীকে সহ-সভাপতি, লোকমান মিয়া, মতিউর রহমান সরকার, খায়রুন ইসলাম রাফি, ইব্রাহিম খলিল, শাহ ইমাদ, আবদুস সামাদ, শেখ মোঃ মাসুম আহমেদ, ইকবাল হোসেন ও নূরুল আমীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম, নূর উদ্দিন, মোস্তফা কামাল, শেখ মোঃ সবদুল হোসেন ও সুভাষ রায়কে সাংগঠনিক সম্পাদক,জাকির হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, কাওসার আহমেদ ও জাকারিয়া শাহ জিসানকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, নূরুল আমীনকে দপ্তর সম্পাদক, জুনেদ আহমেদকে সহ দপ্তর সম্পাদক, ফেরদৌস আহমেদকে অর্থ সম্পাদক, মাসুক মিয়া, নজির মিয়া, হাফিজ মিয়া ও মোজাম্মেল হোসেনকে সহ অর্থ সম্পাদক, সাহাব উদ্দিনকে প্রবাসী কল্যাণ সম্পাদক, সুমন আহমেদ ও সাইফুল ইসলামকে সহ প্রবাসী কল্যাণ সম্পাদক, হোসাইন আহমেদকে সমাজ কল্যাণ সম্পাদক, বদরুল আমীন তালুকদার ও সাহিদ আলীকে সহ সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুর রশিদকে ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ রুবেল মিয়া ও আব্দুল হান্নানকে সহ ধর্ম বিষয়ক সম্পাদক, কাওসার আহমেদকে আন্তর্জাতিক সম্পাদক, এসএম ছাদেক রেজা ও বদরুল হোসেন তালুকদারকে সহ আন্তর্জাতিক সম্পাদক, জমসের আলীকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শাহ জসিম উদ্দিনকে সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, লুৎফুর মিয়াকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, নোমান খান ও জাবেদ তালুকদারকে সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, রুহুল আমীনকে সাংস্কৃতিক সম্পাদক, শেহনাজ মিয়া ও জুয়েল মিয়াকে সহ সাংস্কৃতিক সম্পাদক, ফয়সল আহমেদকে ক্রীড়া সম্পাদক,আশিকুর রহমান ফয়েজ ও জামাল মিয়াকে সহ ক্রীড়া সম্পাদক, ইসলাম উদ্দিন খান, আব্দুর রহমান আবেদ আলী, আব্দাল মিয়া, কবির মিয়া, আশিকুর রহমান সিদ্দিক, সৈয়দ আলী, মাহতাব আলী, জামাল আহমেদ, অলিউর রহমান, কাজল মিয়া, মোঃ হেলাল, আবু রায়হান, মোঃ কালামকে সদস্য করা হয়।
তাছাড়া লাল মিয়াকে প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মুদ্দত আলী, মহিবুর রহমান সুহেল তালুকদার, মাওলানা আজিজুর রহমান মানিক, হাজী সামছু মিয়া, শেখ শায়েস্তা মিয়া, এম এ জলিল তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী টেনু, এনামুল মোমিন চৌধুরী ফারুক, মোহাম্মদ ফেরদৌস আলম, সৈয়দ এনামুল হক, শেখ মোহাম্মদ চেরাগ আলী, হাফেজ আবদুর রকিব, শেখ আবুল হোসেন ও আলহাজ্ব মোহাম্মদ শাহিন মিয়াকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, অসহায় আশ্রয়হীন মানুষকে শিক্ষা, রক্তদান, শিক্ষাসেবা, চিকিৎসা সেবা, প্রতিবন্ধি সেবা, কর্মসংস্থান, অসহায় ও পথশিশু ও প্রয়োজনীয় সাহায্য দানে দৃঢ় প্রতিজ্ঞ “মানবতার সেবায় এ সংগঠনটি ২০১৭ সালে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। হাঁটিহাঁটি পা করে আজ ২টি বছর সফলতার সাথে পার করেছে।