মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসাম সরকারি হাসপাতালে রোগীদের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় তিন আন্ত:জেলা মহিলা চোরকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লাকসাম সরকারি হাসপাতালের বহিঃবিভাগে। এসময় তিন মহিলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কতৃপক্ষ।
আটককৃতরা হলো বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার জহির মিয়ার মেয়ে হালিমা আক্তার (২৫), জাহাঙ্গীর আলমের মেয়ে রোজিনা (২৫) ও আলী আকবরের মেয়ে শারমিন (২৬)।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী জানান, মঙ্গলবার সকালে বর্হিঃবিভাগে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীরা লাইনে দাঁড়ানো অবস্থায় তিন মহিলা চোর রোগীদের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়ে। ওই সময় হাসপাতাল কর্মীরা তাদের আটক করে লাকসাম থানায় সোপর্দ করেছে।