শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : উপজেলা সহকারী কমিশনারের উদ্যোগে হবিগঞ্জের লাখাইয়ে বাল্যবিয়ের অভিশাপ থেকে বাঁচলো কিশোরী স্বর্ণা আক্তার (১৭)।
শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান বিয়েটি পণ্ড করে দেন।
স্বর্ণা উপজেলার সিংহগ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর করেনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বর্ণার সঙ্গে সদর উপজেলার আষেঢ়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে জুয়েল মিয়ার বিয়ে ঠিক হয় । শুক্রবার ছিলো বিয়ের দিন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দেন।
এদিকে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরসহ যাত্রীরা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
জাহিদুর রহমান জানান, বিয়ে পণ্ড করে দেওয়ার পাশাপাশি মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। যাতে বয়স পূর্ণ হওয়ার আগে আর বিয়ের আয়োজন না করতে পারে।