শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে বাসচাপায় তাজেল আহমদ (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চারখাই বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাজেল চারখাই জালালনগর এলাকার ইয়াছিন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী যাত্রীবাহী বাস চারখাই বাজারে এসে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। বেপরোয়া গতির বাসটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী তাজেল আহমদকে তখন চাপা দেয়। ঘটনাস্থলেই তাজেল মারা যান।
স্থানীয় এগিয়ে আসার আগেই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ বাস জব্দ করেছে এবং নিহত পথচারীর লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে পথচারীকে চাপা দেয় এবং একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনার পর পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।